16 Apr 2023

PMP PRINCIPLES OF SOCIAL SCIENCES SHORT ANSWER QUESTIONS

PMP PRINCIPLES OF SOCIAL SCIENCES SHORT ANSWER QUESTIONS August 2021 

ANSWER ALL QUESTIONS Set: Week 6 Upload: Week 10 


 Define ‘epistemology’ (2)


The word epistemologies originate from the Greek epistemology, which is a discipline of philosophy that works with and analyses the basis, boundaries, techniques and validity of every element seeking to get information. In this sense epistemology examines scientific knowledge's foundations and procedures. In order to define the process of knowledge production, justification and truthfulness, it takes into consideration historical, social and psychological aspects (Fumerton, 2009). Epistemology is therefore a subject employed in science to establish the degree of certainty of scientific knowledge in the many fields. Epistemology may thus also be seen as part of science's philosophy.



What is scientific knowledge?  (4)


Scientific knowledge is information and knowledge based on the study of real and evidence. It must be founded on observations and experiments to prove a hypothesis of truth or falsehood, in order to be accepted as scientific knowledge. The rationale must be associated with the science experiment, else the idea is structured just as philosophical information.

Civil-sense knowledge is largely based on popular beliefs, ideas and concepts, handed through generations via a "culture legacy," contrary to scientific knowledge requiring theoretical basis and proof in testing. Knowledge of common sense is not questionable, that is, it simply defines why, but does not trace the roads that lead to a specific conclusion. On the other hand, scientific knowledge is designed to interpret and comprehend, using scientific techniques, all processes and steps of a concept or hypothesis.




3.    List the three major field of human knowledge. What is the emphasis of each?(6)
1.) social science-
Social science is a wide range of studies to understand the functioning, development and organization of society. All significant components of society are examined in sciences of society: their origins, historic processes, functioning, development features, social changes, conflicts, cultural traits and customs. S

2.) natural science-
The scientific fields of natural sciences are intended to explore the broad and fundamental aspects of nature as well as all the laws and norms governing nature. Aspects such as life's behaviour are neglected from the natural sciences perspective and only variables that are naturally physical are noticed and investigated. 

3.) humanities- The humanities are currently being defined as structured areas of study in specific areas: literature, music, painting, sculpture, architecture, languages, philosophy and history (although the latter is sometimes placed among the Social Sciences). In broad terms, it seems to us that specific fields of research have been selected and that structured knowledge bodies are divided into four primary fields - sciences, humanities, natural sciences, social sciences and professional research. 




Name the main disciplines of social science and define the fields (8)
Social sciences are a series of academic disciplines that examine human aspects of individual behaviours and social organisation's operations and components. In contrast to formal disciplines like mathematics, logic or physics, social sciences are learning about living systems. They vary on the other hand from the natural sciences (which also study living systems) and on the basis of the complexities of behaviour and social consequences, the social science studies these systems. They are more connected with humanities, on the other hand, as both those who study a great amount of subjectivity and the community vary, while the social sciences stress the use of humanism. 

Anthropology is a science which analyses man's social behaviour with regard to his/her physical and cultural features (Parodi, 2009). This is the forms and standards that culture takes in previous and current cultures. Sociology is responsible for researching human and societal connections. This means that their study objects are somewhat different. It can include, among many others, religion to family, division of the social classes or racial division and the formation of States. It aims at understanding societal stability and change and transformation processe. History begins by identifying the time that prehistory has transitioned into history. Thereby, it is possible to study various times defined by various societies. For instance, there is medieval, current or modern history, but also religious history, art history, global history, among many others. The study of the collection of institutions, their norms and law systems relating to legality are accountable for the Law as a specialization of social science. Political science is the field in which political ideas, practices, institutions and conduct are studied, described and analysed. The objective is to understand how power transfers are structured publicly and socially in political decision-making processes.




Define the ‘scientific method’ and briefly state the basic assumption which underlies the use of scientific knowledge


The scientific method is a technique of inquiry used mostly in the development of science. To be termed scientific, an empirical and measuring technique for research must be established and subject to the particular rules of reasoning tests. 


Define social stratification. Name one dimension of social stratification. (2)


Stratification takes place in the three dimensions - economic, social and political - and in the classes, estates, and parties accordingly (phenomena that emerge from the uneven distribution of political, economic or social powder). The methodology approach of qualitative research is founded on the fact that social science research includes a significant socio-anthropological component, as descriptive aims demand this.


What is the qualitative method of inquiry?                                                    (2)




Appreciating the relationship between the real world and its subject, the link between the objective world and the subjectivity in the subject, and how the actors of society interpret the phenomena of social life can be achieved by explaining the truth and understanding the social sciences as reality reveals itself in its meanings.


Why is it difficult to formulate precise laws in social sciences?        (2)


Only in respect to things can specific laws actually be defined. Objects may be examined, measured and observed, with predictable findings that enable scientists to build reasonable hypotheses which can then form the foundation for future study and investigation .

Why is it often impossible to study social problems using the experimental method?

(4)


Science social has the right to choose its own role and therefore become conscious of the restricted tasks connecting its scientific activity; in this instance, it may utilize its own knowledge and awareness of its functions and functions.

   

     10. Outline the interdisciplinary approach to the study of social problems (4)


Interdisciplinary studies include combining two or more academic fields in one action (e.g., a research project). It uses information from a number of different areas, such as sociology, anthropology, psychology, economics. It's about developing something with cross-border thinking (Wilcox, Rand R, 2013).


What new social science fields do you think will be important in ten years’ time ? Why do you think so? (4)


Overall, governmental funders and charitable organisations, have joined forces and developed the venues for the publication of the research they finance (OA). But its shape differs from place to region: Europe is predominantly gold and North America and Asia are typically green. Rapid artificial intelligence (AI) developments and technology have led to a thriving growth of these platforms. It is interoperable and the material may be accessed and displayed easily. As a consequence, there are fewer journals reliant on subscriptions. In order to post content not recorded by systems Mega journals with low publishing rates are available. Main company newspapers are still operational, several have a golden open access strategy, but are struggling in order to get manuscript entries. Preprints prosper in the globe and are connected to the final copies of the article which are still officially acknowledged. Researchers acquire information in different ways, e.g. through publications in tiny sizes and articles on a notepad. Advances in AI and technology have also given the opportunity to generate and report findings through new techniques. While the quality of research continues to play an essential role, journal publishing plays a role.


Total 40 marks (40% of course assessment )









বঙ্গবন্ধু :আমার দৃষ্টিতে তিনি আজও কেন গুরুত্বপূর্ন


সূচনা
বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে গেলে অনিবার্যভাবে এসে পড়ে ইতিহাস, ইতিহাসের পরম্পরা। ডাক তিনি দিয়েছিলেন একই সঙ্গে স্বাধীনতা ও মুক্তির। সেই ডাকে সাড়া দিয়েছিল জাতি হিসেব বাঙালি। বীরের মতো লড়াই করে স্বাধীন ভূখন্ড অর্জন করেছে। বিশ্ব মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু মুক্তির সংগ্রাম আজও শেষ হয়নি।

বংগবন্ধুকে নিয়ে আমার ভাবনা এবং অনুভুতি
১৯২০ সালের ১৭ই মার্চ তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুংগীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা কেটেছে গ্রামের কাদা-জল, মেঠো পথ আর প্রকৃতির খোলামেলা পরিবেশে। পরোপকার আর অন্যের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় তিনি নিজেকে জড়িয়ে নিতেন। আমি তার শৈশবের প্রসঙ্গে জেনেছি যে তিনি নিজের সুখ-দুঃখের কথা না ভেবে অন্যকে নিয়ে ভাবতেন। তিনি যে একদন মহামানবে পরিণত হবেন এই ঘটনার মাধ্যমেই তা  বোঝা যাচ্ছিল। 

আমার দৃষ্টিতে তিনি আজও কেন গুরুত্বপূর্ন
আমি তার জীবনী পড়ে  জেনেছি যে তার রাজনীতিতে তাঁর হাতেখড়ি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি ও জনসেবা যুগপৎভাবে চলতে থাকে। তার জীবনী পড়ার মাধ্যমে আমি উৎসাহ পেয়ে থাকি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং সেইসাথে পড়াশুনা চালিয়ে নিতে হবে। রাজনীতির মানুষ হয়ে রাজনীতির বাইরেও নানা বিষয় নিয়ে ভেবেছেন বঙ্গবন্ধু- খেলাধুলা, চলচ্চিত্র, ভাষা, সাহিত্য, সঙ্গীত- কোনো কিছুই তার চিন্তার বাইরে ছিল না। তার নানাবিধ কর্মকান্ড এবং চিন্তার বিকাশ আমরা দেখি তার রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২), ‘কারাগারের রোজনামাচা’ (২০১৭) এবং ‘আমার দেখা নয়াচীন’ (২০২০) প্রকাশের পর তাকে একজন লেখক হিসেবে চিনে নেয়ারও ঐতিহাসিক সুযোগ ঘটেছে আমার তার জীবনী পরেই জানতে পেরেছি যে কেবল মাত্র কোন এক পেশাতে যুক্ত থাকা মানেই যে আর অন্য কিছুতে যুক্ত থাকা যাবে না তা নয় একই সাথে আমাদের সকলের সমাজ , রাজনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। তার থেকে আমাদের শিক্ষণীয় এই যে একজন মানুষের একই সাথে কত পর্যায়ে অবদান রাখার সুযোগ রয়েছে।  

যে কারনে আমি বঙ্গবন্ধুর গুণমুগ্ধ 
বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি তার যে ভালোবাসা তা আমাকে বিস্মিত করে। আমরা তাকে যেমন ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত থাকতে দেখেছি, ১৯৫৫ সালের ২১ সেপ্টেম্বর পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো ছাড়াও তিনি বাংলা ভাষায় বক্তৃতা দেয়ার সুযোগ চান আবার তেমনি তাকে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়ে বিশ্ববাসীর কাছে পৌছে দেয়ার ক্ষেত্রে তার অবদান দেখেছি মাতৃভাষা নিয়ে গর্ব করতে শিখেছি। তাই অন্নদা শঙ্কর রায় লিখেন-

‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান,
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহম'ন।’ 

সোনার বাংলা গড়ার স্বপ্ন তার শুধু স্বপ্নই ছিল না। নিজেকেও তৈরি করেছিলেন সেই স্বপ্ন পূরণের হাল ধরার জন্য। সাড়ে সাত কোটি বাঙালির দিক নির্দেশক হিসেবে তিনি মূল্যায়িত হয়েছেন একাত্তর সালে। তাই স্বাধীনতার পুণ্যলগ্নে একাত্তরে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক প্রফেসর মাহমুদ উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিলেন, ‘উপমহাদেশের হাজার বছরের ইতিহাসেও এমনটি আর আসেনি। যেন এ অলৌকিক ঘটনা। তাক লাগিয়ে দিয়েছেন শেখ মুজিব। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পুঁজি এই সততা ও সাহসই তাকে বিশ শতকের শ্রেষ্ঠ বাঙালিতে পরিণত করেছিল।



আমার জীবনে তার প্রভাব 

আমি মনে করি যে বঙ্গবন্ধু বলেছিলেন, “বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারবে না”। আজ তার সে বাণী বাস্তবে প্রমাণিত হয়েছে।দেশের সীমানা পেরিয়ে বহিঃবিশ্বে তার একটি মহান ভাবমূর্তি তৈরি হয়েছিল। তিনি হয়েছিলেন বিশ্ব বরেণ্য নেতা। 

উপসংহার
আমি ব্যক্তিগত ভাবে বঙ্গবন্ধুকে একজন আদর্শের নায়ক হিসেবে মনে করি যাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা যায়। আমরা সবসময় চেয়েছি কারো কাছে হাত পেতে নয়, নিজেদের সম্পদ ব্যবহার করে দেশকে এগিয়ে নেবো। মাথা উঁচু করে দাঁড়াবো। 

Is the resistance of employers to unionization a new phenomenon or simply a return to the historic relationship that has existed between unions and management in the United States?

Is the resistance of employers to unionization a new phenomenon or simply a return to the historic relationship that has existed between unions and management in the United States?


It can be seen that the syndication has arisen as an encouragement to the workers to remove from the bourgeoisie their rights. In addition, the American Trade Unions didn't start with the bourgeoisie in a positive term, but after a while became friendly. Now, however, they are again being resisted to eradicate the uneven employee condition. In the USA, in the mid-19th century, unions came into being as a result of the industrial movement and in the 1900's were the most powerful socially and economically. The Fair Work FEPC application has also simplified the employment process. And annual decreases in the number of union members. But after a few days when global changes have been adopted and the workers' practices have changed, these unions are less present. In 1980, the proportion of the union members participating was 22 and has fallen to 11 today. In the past there were profound gaps between the trade unionists and capitalist aims, ideals and philosophies. In the past, there were profound disparities in the objectives, principles and ideologies of trade unionists and capitalists. The workers' union works in the United States to negotiate together. It reveals that workers have had a decline in their aversion to trade unionization previously, but recently again. Labor union members are constitutionally recognized, and describe employers' complaints and work-related problems. The companies had some problems at the time and the union helped the workforce to get justice. 


Would you expect a stronger anti-union response from an employer in manufacturing or an employer in a service industry?

For a number of factors, I would expect a stronger anti-union reaction from the manufacturing sector. Work costs in service workers are also higher, which leads to reduced power for unions. Because the manufacturing industry has more market power and allows unions to leverage the exact demands of employers. In other words, the manufacturing sector would react far more anti-union because manufacturing unions have a much greater influence and control than service employees. Secondly, employment is usually shorter in-service sectors, so employees often abandon their employers so that unionization isn't a priority. Labor unions shall be formed for workers' advantages and to negotiate for the workers' interests with the management. In their processes, the manufacturing and labor markets vary greatly. In the manufacturers rather than in the retail industry, the need for trade unions is even greater.


In today’s increasingly competitive employment environment, would you expect to find many (or any) employers taking a philosophy-laden approach?

It was dubbed the "push process" technique and it had its impact on manufacturing for most of the first third of the 20th century. The philosophical-charged approach is an excellent technique for reducing the probability of union creation. When individuals are often unqualified, companies control access and the employer is a leading organization at a certain place, the opponent is the highest and brightest. The organization of the workplace gave leaders great power to direct the workforce, track and discipline them. The desire of the employee to keep a job depended mostly on the manager's appreciation. The employer and employee have to focus on relationship and strength.


Should public policy change in some way so that unions that win representation rights have a guarantee that they will be able to first negotiate a first contract?

Reform needs to respond to our insights from the pandemic problems faced by working people. The need and capacity of the collective voice of staff at work are one of the key lessons. Despite attempts to drive policy changes, the United States has joined the COVID-19 pandemic with a poor work safety regime, historically low union representation, and severe economic injustice. As a consequence, the expense of the pandemic was largely borne by civilians, particularly low-wage citizens, who are predominantly female and colorful. When offering "important" services, these staff were required to work without protection equipment, to have no right to paid sick leave and were discharged after employees had spoken about health and safety issues. It is clearly necessary to overhaul a mechanism that enables this dynamic. Reform must respond to these issues.


স্বাধীন বাংলাদেশে শিল্পক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান

স্বাধীন বাংলাদেশে শিল্পক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান


ভূমিকা 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি শুধু, সমৃদ্ধিশালী জাতি গঠনে রেখে গেছেন অনন্য, অতুলনীয় অর্থনৈতিক দর্শন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন সংবিধানে দারিদ্র্য মুক্তির চমৎকার পথনির্দেশনা দিয়েছেন। ধনী-দরিদ্রের বৈষম্য দূর করতে বলিষ্ঠ কণ্ঠে ব্যক্ত করেছেন প্রতিশ্রুতি। গরিব-দুঃখী সাধারণ খেটে খাওয়া মানুষ গ্রামের পরিশ্রমী কৃষক যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক খেটে ফসল ফলান তাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ছিলেন নির্ভীক। আজ এত বছর পরও বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনকে ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হয়। তার চিন্তা-চেতনায় এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং স্বয়ম্ভরতা অর্জন ছিল মূল কেন্দ্রবিন্দু।
তৎকালীন পরিস্থিতি
স্বাধীনতার অব্যবহিত পরেই ১৯৭২-৭৩ সালে বহির্বিশ্বের পরিস্থিতিও ছিল চরম প্রতিকূল। সমুদ্রবন্দরে যেসব জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে, এগুলো অপসারণ না করলে বিদেশী জাহাজ তীরে ভিড়তে পারছে না। দেশের কলকারখানায় পাকিস্তান আমলে তৈরি পণ্য বিদেশে পাঠানো  যাচ্ছে  না। কাঁচামালও আনা সম্ভব  হচ্ছে  না। এ সময় বিশ্ব পরিস্থিতিও চরম প্রতিকূল ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর পরই মার্কিন প্রশাসন ‘স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট’ বাস্তবায়ন করে, অর্থাৎ স্বর্ণ থেকে ডলারকে পরিবর্তন করার যে সমীকরণ ছিল, তা রহিত করা হয় এবং ফলে পুরো বিশ্বে এবং উন্নত অর্থনীতিগুলোর অনেকগুলোয় আন্তর্জাতিকভাবে নজিরবিহীন মূল্যস্ফীতি দেখা দেয়। এ সময়ে বিশ্ববাজার পরিস্থিতি ছিল অস্থিতিশীল এবং আমদানি ব্যয়ও ছিল অত্যধিক। বিশ্ববাজারে শস্য ও সারের মূল্য তিন গুণে উন্নীত হয় এবং প্রায় সারা বিশ্বে নজিরবিহীন মূল্যস্ফীতি দেখা দেয়। যুদ্ধের বছরে প্রায় কোনো ফসলই ফলেনি। আর স্বাধীনতার পরের বছরও পূর্ণাঙ্গ চাষাবাদ শুরু করা সম্ভব হয়নি।  স্বাধীনতার পর জাতির পিতা শ্রমিক জনতার স্বার্থে পরিত্যক্ত শিল্প কারখানাগুলোকে জাতীয়করণ করেন। দুর্ভাগ্যজনকভাবে ব্যবস্থাপকদের দক্ষতার অভাবে কারখানাগুলো অলাভজনকে পরিণত হয়। 

শিল্পক্ষেত্রে জাতির পিতার অবদান 

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পরে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক ছিল। ১৯৭০-এর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ধাক্কা (যাতে প্রায় আড়াই লক্ষ বাঙালির মৃত্যু হয়) কাটিয়ে না উঠতেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের কারণে দেশটির কৃষি, শিল্প, বাণিজ্য ও পরিবহন খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন এই দেশের জনঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ ছিল এবং এর সিংহভাগ নাগরিকই ছিল নিরক্ষর, অপ্রশিক্ষিত ও বেকারত্বের শিকার। যুদ্ধের কারণে দেশের আবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের ভাণ্ডার প্রায় ফুরিয়ে যায়। নবপ্রতিষ্ঠিত দেশে কাজে লাগানোর মতো প্রাকৃতিক সম্পদও ছিল অপ্রতুল। ভারত থেকে প্রত্যাবর্তনকারী প্রায় ১ কোটি শরণার্থীর পুনর্বাসনও ছিল এক বিরাট সমস্যা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। ‘যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ - যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস’ সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। শিল্পক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। মূলত তা বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতে পারতো না।  এছাড়া মাত্র সাড়ে তিন বছর সময়ে এদেশের প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যুৎ, কৃষি ও সমবায়, শিল্প ও বিজ্ঞান, গৃহনির্মাণ, অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা জাতীয়করণ, শিক্ষা ও সংস্কৃতি, প্রযুক্তি, ভূমি ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন তিনি। আজও এ দেশে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করতে গেলে আমরা দেখতে পাই হয় প্রতিষ্ঠানটি জাতির পিতা নির্মাণ করে দিয়ে গেছেন, না হয় প্রতিষ্ঠানটির যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায়জাত করা হয়েছে তার শুরুটা জাতির পিতা করে দিয়ে গেছেন। তিনি অসংখ্য নীতি, পরিকল্পনা ও আইনের উদ্যোক্তা।

বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন

বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের কিছু মধ্য দীর্ঘমেয়াদি লক্ষ্য ছিল প্রথমত, স্বনির্ভরতা, যতটা সম্ভব দেশের সম্পদ ব্যবহার করা। দ্বিতীয়ত, বিদেশ ও দাতাদের কাছ থেকে শর্তহীন অর্থনৈতিক সহযোগিতাকে স্বাগত জানানো এবং ক্রমান্বয়ে এ ধরনের নির্ভরতা হ্রাস করা। তৃতীয়ত, ১৯৭৪ সালের শুরুতেই বেসরকারি খাতে বিনিয়োগের সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়। কাজেই বেসরকারি খাতকে বঙ্গবন্ধু উপেক্ষা করেছেন, এটা কোনোভাবেই বলা যাবে না। উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পূর্বশর্ত সুশাসন নিশ্চিতকরণ ও দুর্নীতি হ্রাস, উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ। এটাই হলো বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের মূল কথা।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসলীলায় শিল্পক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকার বেশি। কাঁচামাল, বস্তুগত অবকাঠামো ও যন্ত্রপাতি এ ধ্বংসলীলার শিকার হয়। সরকারি খাতের অন্তর্গত পাটশিল্প, শিপইয়ার্ড ও ডিজেল প্লান্ট ইত্যাদির পুনর্গঠন ও পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এছাড়া বেসরকারি খাতের হাজার হাজার কুটিরশিল্প ধ্বংস হয়ে যায় যুদ্ধের ধ্বংসলীলায়। এ ক্ষতি পূরণের জন্য জাতির পিতা নিরবচ্ছিন্নভাবে কাঁচামাল ও খুচরা যন্ত্রপাতি জোগানের লক্ষ্যমাত্রা স্থির করেন। তিনি ১৯৭২-৭৩ সালের লক্ষ্যমাত্রা স্থির করেন ৫৭৩ কোটি ৮১ লাখ টাকা। এ লক্ষ্য অর্জনের জন্য তিনি ফ্যাক্টরি, মেশিনপত্র, গুদাম ইত্যাদি মেরামতের জন্য দীর্ঘমেয়াদি ঋণদান, মূলধন বিনিয়োগে ‘ইকুইটি’ সহযোগিতা, কাঁচামাল ক্রয়, কারখানা চালু রাখতে ব্যয় সংকুলানের জন্য চলতি মূলধন বাবদ স্বল্পমেয়াদি ঋণ, আমদানিকৃত ও স্থানীয় কাঁচামাল নিয়মিত সরবরাহ, সেক্টরভিত্তিক সংস্থাগুলোর অধীনস্থ কলকারখানা ও উৎপাদন যন্ত্রগুলো সক্রিয় করার ব্যবস্থা করেন।  

উপসংহার

বর্তমানে যখন সাত শতাংশের উপরে প্রবৃদ্ধি নিয়ে কথা বলা হয় কিন্তু বঙ্গবন্ধুর সময়ই বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। তিনি তখনই বলতেন, বাংলাদেশ চিরদিন অনুন্নত থাকতে পারে না। বাংলাদেশে বর্তমানে যে শিল্প ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এসেছে তার মূল কারিগর ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে।

2023 - Spring - MGT368.15 - MW - Local Case on Business Creation - Individual Submission

Local Case on Business Creation – Individual Assignment Guideline


This individual assignment is an opportunity for the students to work on a local entrepreneur/startup to familiarize themselves with issues related to starting a new venture. Each student will prepare a case on business creation after interacting with a local entrepreneur. At least some part of the information will be collected from primary source, i.e., from the life experiences of an individual working in the local industry; this primary source can be supplemented with information from secondary sources, if available. When secondary sources are used, references (in the business press, internet sites, company document, etc.) should be provided. 


The firm may be based in any city of Bangladesh or in special circumstances; a student may work on a foreign company where you can access primary information. Emphasis should be given to two or more of the following issues – the marketing plan, the business strategy, raising risk capital and business model canvas of the business.  Highlight or put extra emphasis on anything novel in your case – e.g., rapidity of growth, success in the face of overwhelming obstacles, the personal characteristics of the founder, an unusual method of market entry, unique financing choices, unique aspect in location, et cetera. 


The suggested length of the case is approximately 1200-1500 words; not including references, appendices. In addition to what is mentioned above, the case should have the following when appropriate:


  1. 1)    Add 2-4 discussion questions at the end of your case. Discussion questions should capture the most interesting aspects of your prepared case.
  2. 2)    List your secondary sources of information with complete references or URLs as appropriate. 
  3. 3)    Appendices (Attach as much supplementary information as you can)
  4. 4)    A scanned copy of the business card, photos or copies of other artifacts of the business, and/or formal contact information of the founder(s) so they can be contacted if needed.


Do not forget to create a top sheet in your submission. This page should include title of the case, name and ID of the student who prepared the case, course name, course code and section number for which the case was prepared and any other information deemed appropriate.


Only a written submission of the case is required. No printed copy is needed. Please note that your submission will be checked for plagiarism.


Key evaluation criteria include:

    The level of detail information from primary sources

    The thoroughness with which the case is researched (make sure to reference the sources, including any web sites)

    Analysis of the critical episodes and drivers of the entrepreneurial decision

    The novelty, interest, and creativity of the case

    Quality of presentation

    - clear and concise

    - designed to fit within word-limit

    - logically structured

    - free of errors


*** Talk to the instructor if you want to sign-up for a presentation slot when you want to share your findings with the class (voluntary).